ঝাড়ুদার কি এবং কেন?
হঠাৎ করেই এই ব্লগখানা খোলা, ঠিক করে বলতে গেলে আসলে ব্লগ না একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমি। নাম দিয়েছি ঝাড়ুদার । দশ জনকে দেখিয়ে বেড়বো এমন কোন আহামরি গুন আমার নেই। অতএব ইউটিব চ্যানেল খুলে তাদিয়ে মানুষের বিনোদনের খোরাক যোগাব তা হয়ত হবে না। আর চাইলেও তা হয়ে উঠবে না । যদ্দুর চিনি তাতে নিজেকে কুঁড়ে এবং অতিশয় অলস বললে ভুল বলা হবে না। ভ্রমনের ইচ্ছা আছে প্রবল। আর ভ্রমন কালে সবকিছু ক্যামেরা বন্দী করার ইচ্ছা ও আছে । যদি করে থাকি তবে কেমন ভ্রমন করলাম তা ভিডিও সমেত এই চ্যানেলে আপ্লোড করে দিব। নিজের মনে রাখতে সুবিধে হবে , আর দুনিয়াও দেখলো। আমি সত্যজিৎ রায় দ্বারা ভীষণভাবে প্রভাবিত। উনার লেখনী থেকে মূলত আমার ভ্রমনের ইচ্ছা জেগেছে। ফেলুদা পূজোর ছুটি কাটাতে নানা জায়গাতে যেতেন, ঘটনাচক্রে সেখানে জড়িয়ে পড়তেন কোন এক রোমাঞ্চকর ঘটনার সাথে। ঐ সব ঘটনার রোমহর্ষক অভিজ্ঞতার সাথে সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তপেশ রঞ্জন মিত্রের চোখ এড়াতোনা। সে একই মুগ্ধতা নিয়ে আমিও দেখতে চাই পৃথিবীর নানা প্রান্ত। সত্যজিৎ রায়। আনন্দমেলার ১৮৩০ পূজো ...